বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জীবনের প্রথম সাক্ষাতকার আমি নিয়েছিলাম যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এটিএন বাংলা টিভি’র জন্য এই সাক্ষাতকার নিয়েছিলাম ২০০৫ সালে তৎকালীন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসানের বাসভবনে। ক্যামেরায় ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল লিটন। সাক্ষাতকার নেয়ার পর খাবারের টেবিলে সজীব ওয়াজেদ জয় জানান, এটা ছিল তাঁর জীবনের প্রথম সাক্ষাতকার। সাক্ষাতকারটি এটিএন বাংলা প্রচারিত হওয়ার প্রমো চলছিল। তখন বিএনপি সরকারের শাসনামল। হাওয়া ভবনের টেলিফোনে ঐ সাক্ষাৎকার ষেশ অব্দি অন-এয়ার হয়নি। পুত্র কেমন সাক্ষাতকার দিয়েছেন-জানার আগ্রহ ছিল মা শেখ হাসিনার। ঐ সাক্ষাতকারের সিডি আওয়ামী লীগ নেতা নিজাম চৌধুরী আমার কাছ থেকে নিয়ে যান ঐ সময়ের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেবেন বলে।
- 1+718-414-3662
- darpanus@gmail.com