‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ অমর গানের রচিয়তা ও কলামিস্ট আব্দুর গাফফার চৌধুরীর সঙ্গে নিউইয়র্কে দেখা ও পরিচয় হয়েছিল। বাংলাদেশ মিশন আয়োজিত এক সভায় তিনি চমৎকার জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছিলেন। আরবী ভাষা’র অর্থ না জেনে মসজিদ ও মানুষের নাম রাখার ভুল-বিভ্রান্তি কীরকম হয়, তা নিয়ে আলোচনা করেন। এ নিয়ে কট্টর মোল্লারা প্রতিবাদ সমাবেশ করে পরে। অনুষ্ঠানের দিন তাঁর পাশে আমি।
- 1+718-414-3662
- darpanus@gmail.com