সিংহাসনটা থাক না পড়ে শিল্পী : সৈয়দ আব্দুল হাদী | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান সিংহাসনটা থাক না পড়েমুকুট পড়ব না কিছুতেইবিলাতিার বিভ্রম চাই না আমিছুটে যাব জীবনের পিছুতেই।এতো যে সালাম, করতালিকুর্নিশ আর বন্দনারাজপ্রাসাদের ঝলকানি দেখেতোমরা বল ‘মন্দ না’।আমি বলি- বিলাসী রাজার জীবনছুটে চলে দীর্ঘশ্বাসের পিছুতেই।হোক না জীবন অতি সাধারণনিয়মের বেড়াজাল নেই তোদুঃখ নিয়ে বাঁচে হাসি-মুখেআসলে সুখীজন সেই তো।সময়ের বাঁকে বিত্তবানরা থাকেজেনে রাখো চিত্তবানের পিছুতেই।