যে গল্পটা শুরু করেছিলে শিল্পী : সাবিনা ইয়াসমিন | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান যে গল্পটা শুরু করেছিলেশেষ করোনি তা যেঐ গল্পের রেশটুকু আজোস্মৃতির বীণায় শুধু বাজে।আমায় নায়িকা করে যে কথা শুরুসবুজে ঢেকেছিল ধূ ধূ মরু।হঠাৎ-অভিামানী ঝড় এল কীযে।যে ছবি রঙে রঙে পূর্ণতা পেতেতোমার পাশে ছিলাম পথে যেতে।তুমিই তো পথ একা-চিনে নিলে নিজে।