মেঘ চেয়ো না, বৃষ্টি ছুঁয়ো না তুলে দেবো সাগরের জল পাহাড়ের কান্না দেব, অরণ্যের নির্জনতা দিতে পারি পাখির কোলাহল। বন্ধু হবার প্রতিশ্রুতি দেবো সুভাশীষ হৃদয় থেকে।
দেবো সুর-গান, ঝর্ণার কলতান, নিতে পারো স্বপ্নের মিথ তোমার নামে যদি, মনের গহীনে নদী, বয়ে বয়ে গেয়ে যায় গীত। পথ হারালেও বলে দেবো পথ তোমার-ই পাশে থেকে।