আমি যাকে বলি দীর্ঘশ্বাস

শিল্পী : শুভমিতা ব্যানার্জী | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান

আমি যাকে বলি দীর্ঘশ্বাস, তুমি বলো প্রজাপতি
আমি হলে বিষণ্ন বেহাগ, তুমি হও সবুজ প্রকৃতি।

আমি ভোরের শিশির হলে-তুমি হও কড়ামিঠে রোদ
আমি কবিতা হলে তুমি হও কবির শিল্প বোধ
আমি অন্ধকার হলে তুমি নিমিষে আলোর জ্যোতি।

আমি নির্জন বেলাভূমি হলে, তুমি হয়ে যাও অস্তরাগ
আমি অভিমান হলে তুমি হও আবেগের অনুরাগ।
আমি দূরত্বটা টেনে গেলে-হাত ধরে হও সারথী।