তোমার এখনও রয়েছে সংশয়

শিল্পী : সাবিনা ইয়াসমিন | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান

তোমার এখনও রয়েছে সংশয়
ভেবেছো আমি করে গেছি অভিনয়
মিনতি করে বলছি-জেনে রাখো
চোখের জলে কিনেছি শুধু পরাজয়।

বলতে পারিনি যে কথা
সে তো গোপন প্রেমে ঢাকা
মন ক্যানভাসে যে ছবি
পাথর অভিমানে আঁকা।
নিজের সামনে একাকী দাঁড়ালে
সে ছবি আজো কথা কয়।

স্বপ্ন দেখিনি সেতো নয়
এতো আজো মনে চাপা
না বলা কথার যে ব্যথা
স্মৃতির বিষাদ যত মাখা।
অভিযোগ নিয়ে সামনেই দাঁড়ালে
ভেবোনা তোমার-হলো জয়।