চল অনেক দূরে কোনও গাঁয়

শিল্পী : এন্ড্রু কিশোর | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান

চল অনেক দূরে কোনও গাঁয়
নিরালায়, শুধু দু’জনায়
কোথাও আজ হারিয়ে যাই।

শান্ত-নিবিড় শ্যামাল ছায়ায়
ফাগুনের কোকিল ঐ
গান গেয়ে যায়।
অভিসারের-অনুরাগে
ক্ষতি কি-মন যদি
আজকে হারায়।

চোখে চোখে কথা বলে যাই
চল দূর, বহুদূর-সীমানা হারাই।
ভালবাসার দ্বীপ শিখাটি
জ্বলে যদি দুটি মন
এক হয়ে যায়।