এইতো আছি তোমার কাছাকাছি শিল্পী : সৈয়দ আব্দুল হাদী | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান এইতো আছি তোমার কাছাকাছিদু’জনে দু’জন আজ, পাশাপাশি দুটি মন একাকার হয়ে গেছি।মাধবী এই রাত, এই মধু ক্ষণদু’চোখে নেমে আসে-মধুর স্বপন।কথার ফুল যেন ফুটে হৃদয়েহারাতে চায় এই মন-তোমাকে নিয়ে।চলো না ভেসে যাই প্রেমের খেয়ায়যেখানে ভালবাসা, দোলা দিয়ে যায়।মানবে না এই মন, কোন যে বারণএকান্তে দু’জনে হয়েছি আপন।