তোমার চোখে বৃষ্টি দেখে

শিল্পী : সুবীর নন্দী | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান

তোমার চোখে বৃষ্টি দেখে
আকুল হল প্রাণ
ভুলে গেলাম আমার যত
ছিল অভিমান।

তোমার চোখে থাকবে কেবল
স্বপ্ন সুখের ঢেউ
তোমার মনে আমি ছাড়া
থাকবে কি আর কেউ।
আকাশ ঢাকা পড়লে মেঘে
আঁধার পেখম ছড়ায়
বুকের ভেতর হঠাৎ সেকি
নীল নদী এক গড়ায়।

তোমার চোখের অশ্রুকণা
যায় না দামে কেনা
হৃদয় দিয়ে ভালবাসার
হয় যে লেনা-দেনা।

চোখের জলের শোধ দেব কি
বাড়বে শুধু ঋণ
চাই না তোমার বিষাদ থেকে
বাজুক দুঃখের বীণ।