তুমি জানতে চেয়েছিলে শিল্প : এন্ড্রু কিশোর | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান তুমি জানতে চেয়েছিলেদু’চোখের লোনা জলেস্মৃতিরা-কি কথা কয়।সাগরের নীল জলেকত ব্যথা ঝলমলেসাগর তা কেন শুধু সয়।কেউ যদি ভালবেসেহারালে তা অবশেষেব্যর্থ হল জীবন কেন মনে হয়। সকলেই প্রেমে পড়েস্বপ্নেরা ভাঙে-গড়ে,না পাওয়ায় কেউ কেউ দেবদাস হয়।কেউ যদি দ্বীপ জ্বেলেঅভিমানে চলে গেলেফিরবে সে-কেন কেউ পথ চেয়ে রয়। বিরহে-অভিসারেকেউ জিতে, কেউ হারেপ্রতারিত মন বলে কেউ কারো নয়।