আমি তো সুখেই আছি

শিল্পী : শুভমিতা ব্যানার্জী | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান

আমি তো সুখেই আছি
যখন তুমি জানবে
তোমারই হল পরাজয় ভেবে
তুমি কি দুঃখ পাবে।

তুমি তো চেয়েছিলে আমাকে কাঁদাবে
দু’চোখে আমার শুধু অশ্রু ঝরাবে।
আমায় তুমি আঘাত দিতে
চেয়েছো যতবার
আমি নীরবে সহে গেছি।

প্রশ্ন করে দেখ-নিজেরই কাছে
প্রেম ছাড়া জীবনের মূল্য কি আছে।
যে শুধু মরিচীকার পেছনেই ছোটে
তার কি ভাগ্যে-ভালবাসা
বলনা-কখনও জোটে।