সালের গ্রীস্মকালে নিউইয়র্কে এসেছিলেন জীবনমুখী গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা। তাঁর সঙ্গে বেশ কয়েকদিন ঘুরেছি। আড্ডা দিয়েছি। এখানে-সেখানে ঘুরে বেড়ানো বা গিটার সেন্টারে গিয়ে গিটার ক্রয় ছাড়াও চলতে-চলতে জীবনের কত গল্প হয়েছে। নচিকেতা কীভাবে শিল্পী হলেন এবং শিল্পী হয়েই যেন ‘নক্ষত্র’ হয়ে গেলেন। অথচ তিনি নিজেকে কখনও সাধারণ একজন মানুষের বেশি ভাবতে পারেন না-জানিয়েছিলেন। নিজেকে প্রতিবাদী ও বিপ্লবী বলতে তিনি পছন্দ করেন। অনেক ঝুঁকি নিয়েছেন-সেটাও বলেছেন। শুধু বলেননি-নীলাঞ্জনা’র কথা। যতবার নানাভাবে জানতে চেয়েছি, ততবার হাসির মাধুরী বিলিয়ে চুপ মেরে গেছেন। একদিন বললেন-নীলাঞ্জনা নিয়ে একটিও কথা নয়!
- 1+718-414-3662
- darpanus@gmail.com