কষ্টের ধারাপাত-আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশিত হয়েছিল ২০০০ সালের একুশের বইমেলায়, প্রচ্ছদ করেছিলেন মাহাবুব কামরান (প্রয়াত)। ঘাসফুলনদী প্রকাশনী থেকে বের হয়েছিল। বইটি কত কপি বিক্রি হয়েছিল, সে কথা বলার কিছু নেই। তবে এক তরুণী (প্রয়াত) সাংবাদিক আরিফুর রহমানের মাধ্যমে আমার সঙ্গে দেখা করেছিলেন দৈনিক বাংলাবাজার পত্রিকার অফিসে। ঐ তরুণী আমার কাব্যগ্রন্থের প্রায় ১৬টি কবিতা (মুখস্থ করেছিলেন) পড়ে শুনিয়েছিলেন। কতটা বিস্মিত আর আনন্দিত হয়েছিলাম, বোঝাতে পারব না।
- 1+718-414-3662
- darpanus@gmail.com