২০১৫ সালে বরেণ্য চলচ্চিত্রকার গৌতম ঘোষের সঙ্গে বাংলা চলচ্চিত্রের বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা সভা করেছিলাম নিউইয়র্কের জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে। আয়োজন করেছিল ‘‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’। ছবিতে গৌতম ঘোষের পাশে আমি। এই অনুষ্ঠানে গৌতম ঘোষ বাংলা চলচ্চিত্রের নানা বিষয়ে বক্তব্য রাখেন।
- 1+718-414-3662
- darpanus@gmail.com