তুমি জানতে চেয়েছিলে
দু’চোখের লোনা জলে
স্মৃতিরা-কি কথা কয়।
সাগরের নীল জলে
কত ব্যথা ঝলমলে
সাগর তা কেন শুধু সয়।
তুমি জানতে চেয়েছিলে
দু’চোখের লোনা জলে
স্মৃতিরা-কি কথা কয়।
সাগরের নীল জলে
কত ব্যথা ঝলমলে
সাগর তা কেন শুধু সয়।
আমি তো সুখেই আছি
যখন তুমি জানবে
তোমারই হল পরাজয় ভেবে
তুমি কি দুঃখ পাবে।
তুমি তো চেয়েছিলে আমাকে কাঁদাবে
দু’চোখে আমার শুধু অশ্রু ঝরাবে।
বলতে পারিনি যে কথা
সে তো গোপন প্রেমে ঢাকা
মন ক্যানভাসে যে ছবি
পাথর অভিমানে আঁকা।
নিজের সামনে একাকী দাঁড়ালে
সে ছবি আজো কথা কয়।
এইতো আছি তোমার কাছাকাছি
দু’জনে দু’জন আজ, পাশাপাশি
দুটি মন একাকার হয়ে গেছি।
মাধবী এই রাত, এই মধু ক্ষণ
দু’চোখে নেমে আসে-মধুর স্বপন।
কথার ফুল যেন ফুটে হৃদয়ে
শান্ত-নিবিড় শ্যামাল ছায়ায়
ফাগুনের কোকিল ঐ
গান গেয়ে যায়।
অভিসারের-অনুরাগে
ক্ষতি কি-মন যদি
আজকে হারায়।
মেঘ চেয়ো না, বৃষ্টি ছুঁয়ো না
তুলে দেবো সাগরের জল
পাহাড়ের কান্না দেব, অরণ্যের নির্জনতা
দিতে পারি পাখির কোলাহল।
বন্ধু হবার প্রতিশ্রুতি দেবো
সুভাশীষ হৃদয় থেকে।
আমি যাকে বলি দীর্ঘশ্বাস,
তুমি বলো প্রজাপতি
আমি হলে বিষণ্ন বেহাগ,
তুমি হও সবুজ প্রকৃতি।
আমি নির্জন বেলাভূমি হলে,
তুমি হয়ে যাও অস্তরাগ
শান্ত-নিবিড় শ্যামাল ছায়ায়
ফাগুনের কোকিল ঐ
গান গেয়ে যায়।
অভিসারের-অনুরাগে
ক্ষতি কি-মন যদি
আজকে হারায়।
শেষ করোনি তা যে
ঐ গল্পের রেশটুকু আজো
স্মৃতির বীণায় শুধু বাজে।
আমায় নায়িকা করে যে কথা শুরু
সবুজে ঢেকেছিল ধূ ধূ মরু।
হঠাৎ-অভিামানী ঝড় এল কীযে।