দর্পণ কবীর সম্পর্কে বিস্তারিত
দর্পণ কবীরের জন্ম নারায়ণগঞ্জ শহরে। প্রাতিষ্ঠানিক লেখাপড়া সম্পন্ন করার পরপরই ১৯৯১ সালের শুরুর দিকে সাংবাদিকতায় সম্পৃক্ত হন। শিশু বয়স থেকে ছড়া-কবিতা লেখার চর্চা শুরু। একসময় সাংবাদিকতার পাশাপাশি তার লেখক পরিচয়টাও মূখ্য হয়ে উঠে। লেখালেখির বিভিন্ন শাখায় ক্রমেই ছড়িয়ে পড়ে তার শৈল্পিক বিচরণ। সব্যসাচি হাতে ছড়া-কবিতা, গল্প ও উপন্যাস হয়ে ওঠে তার কাছে নৈমত্তিক। এক সময় গান লিখে গীতিকারের পালক জড়িয়েছেন নিজের নামের পাশে। তার প্রথম ছড়ার বই— ‘ধাপস’ বের হয় ১৯৯১ সালে একুশের বইমেলায়। প্রথম কিশোর গল্পগ্রন্থ— ‘ভোরের পাখি’ বের হয় ১৯৯৫ সালে, প্রথম কাব্যগ্রন্থ— ‘কষ্টের ধারাপত’ প্রকাশিত হয় ২০০০ সালে। আর প্রথম উপন্যাস— ‘স্বপ্ন বিলাস’ ২০০৫ সালে একুশের বইমেলায় আলোচনায় রঙ ছড়িয়েছে।
২০১২ সালে দর্পণ কবীরের— ‘আকাশ আয়না’ কাব্যগ্রন্থ থেকে একগুচ্ছ কবিতা আবৃত্তির সিডি বের হয়। কবিতাগুলো আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও প্রজ্ঞা লাবনী। ২০১৭ সালে ‘বসন্ত নয় অবহেলা’ কাব্যগ্রন্থ থেকে ২০টি কবিতার আবৃত্তির সিডি বের হয় ভারত থেকে। এই কবিতাগুলো আবৃত্তি করেছেন প্রখ্যাত অভিনেতা ও বাচিকশিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ও মধুমিতা বসু।
দর্পণ কবীরের লেখা গান নিয়ে ‘নক্ষত্রের ফুল’ নামে একটি গানের সিডি বের হয় ২০১৬ সালে। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী ও ভারতের শুভমিতা ব্যানার্জী। পরবর্তীতে দর্পণ কবীরের লেখা গানে কণ্ঠ দিয়েছেন পশ্চিম বাংলার কণ্ঠশিল্পীরা। তাদের মধ্যে উল্লেখ্যরা হলেন নচিকেতা চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, শুভমিতা ব্যানার্জী, রাঘব চ্যাটার্জী, রূপঙ্কর বাগচী, লোপামুদ্র মিত্র, মেখলা প্রমুখ।
দর্পণ কবীরের সাংবাদিকতা শুরু দৈনিক আজকের কাগজ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে। ঢাকায় এসে ১৯৯২ সালে তিনি যোগ দিয়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকায়। দৈনিক বাংলাবাজার পত্রিকায় যোগ দিয়েছেন পরের বছরই। পেশাগত কারণে দর্ফণ কবীর আমেরিকা-ইউরোপ, অস্ট্রেলিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ২০০২ সালে তিনি সপরিবারে নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রবাসে তিনি সাংবাদিকতা পেশায় সংযুক্ত থাকেন। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল ও অধুনালুপ্ত বিদেশ বাংলা ও দেশকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলাদেশিদের প্রথম স্যাটালাইট টিভি ‘এসটিভি ইউএস’— এর প্রধান বার্তা সম্পাদক ছিলেন। তিনি ‘এটিএন বাংলা’র ইউএস কার্যালয়ের বার্তা সম্পাদক পদে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি ‘দেশকণ্ঠ’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও তিনি। দর্পণ কবীরের স্ত্রীর নাম সীমা সুস্মিতা, কন্যার নাম দিমিত্রা দর্পণ এথিনা ও ছেলের নাম দানিয়াল দর্পণ সামি।
In English
Darpan Kabir had become involved in journalism, as early as 1991, as soon as his formal education reached completion. And he quickly became an astute and distinguished journalist. However, he had another passion from the beginning of his childhood, which was poetry, and he quickly achieved read more…