স্বপ্ন বিলাস- আমার লেখা প্রথম উপন্যাস। রোমান্টিক গল্প। ২০০৫ সালের বইমেলায় বের হয়। প্রচ্ছদ করেছিলেন খ্যাতিমান শিল্পী ও লেখক তাজুল ইমাম। সম্ভবতঃ কোন উপন্যাসের প্রথম প্রচ্ছদ তিনি করেছিলেন। প্রকাশক ম ই চৌধুরী শামীম, স্কলারস প্রকাশনী। তারও প্রথম বই প্রকাশনার ক্ষেত্রে। লেখক, প্রচ্ছদ শিল্পী ও প্রকাশক-তিনজনই নিউইয়র্ক প্রবাসী। এখন প্রকাশক ঢাকায় থাকেন। উপন্যাসটি পাঠক মহলে সমাদৃত হয়েছিল। এটি ২০১৯ সালে পুনরায় প্রকাশ করে অন্বয় প্রকাশনী। প্রচ্ছদটি ২০০৫ সালের গ্রন্থের।
- 1+718-414-3662
- darpanus@gmail.com