বই প্রকাশের গল্প
১৯৯১
ধপাস
১৯৯১ সালে দর্পণ কবীর-এর প্রথম ছড়ার বই বের হয় একুশের বইমেলায়। নাম ছিল-ধপাস। বইটি প্রকাশ করেছিল প্যাপিরাস প্রকাশনী। প্রচ্ছদ ও অলংকরণ এঁকেছিলেন তোফাজ্জল হোসেন।
১৯৯৫
পাথুরে দত্যি
১৯৯৫ সালে তার দ্বিতীয় ছড়ার বই-পাথুরে দত্যি বের হয়। একই বছর তার কিশোর গল্প গ্রন্থ ‘ভোরের পাখি’ বের হয়। এই দুটি বই প্রকাশ করেছিল ঘাস ফুল নদী প্রকাশনী এবং প্রচ্ছদ করেছিলেন (প্রয়াত) মাহাবুব কামরান।
২০০০
কষ্টের ধারাপাত
২০০০ সালে প্রথম কাব্যগ্রন্থ-কষ্টের ধারাপাত বের হয় ঘাস ফুল নদী প্রকাশনী থেকে। এই কাব্যগ্রন্থেরও প্রচ্ছদ করেছিলেন মাহাবুব কামরান।
২০০৪
ঠাট্টা
২০০৪ সালে তৃতীয় ছড়ার বই-ঠাট্টা বের হয় প্রকৃতি মিডিয়া এন্ড পাবলিকেশন থেকে। প্রচ্ছদ করেছিলেন টিপু আলম এবং অলংক্রণ করেছিলেন টিপু আলম ও মামুন হোসাইন।
২০০৫
স্বপ্ন বিলাস
২০০৫ সালে দর্পণ কবীরের প্রথম উপন্যাস-স্বপ্ন বিলাস বের হয় স্কলারস প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন তাজুল ইমাম।
২০০৬
বসন্ত পথিক
২০০৬ সালে বের হয় দ্বিতীয় উপন্যাস বসন্ত পথিক স্কালারস প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছিলেন অশোক কর্মকার।
২০০৬
নষ্ট জীবন
২০০৬ সালে আবাহন প্রকাশনী থেকে বের হয় উপন্যাস-নষ্ট জীবন। এই বইয়ের প্রচ্ছদ শিল্পী ছিলেন সুকান্ত।
২০০৮
স্বপ্নঘোর
২০০৮ সালে আবাহন প্রকাশনী থেকে বের হয় উপন্যাস স্বপ্নঘোর। এই বইয়ের প্রচ্ছদ শিল্পী ছিলেন মাসুদ কবির।
২০০৯
বিষন্ন বেহাগ
২০০৯ সালে আবাহন প্রকাশনী থেকে বের হয়-বিষন্ন বেহাগ উপন্যাস। প্রচ্ছদ করেছেন-
২০১০
জলপ্রপাত
২০১০ সালে জলপ্রপাত-উপন্যাস বের হয় অনন্যা প্রকাশনী থেকে। এই বইয়ের প্রচ্ছদ শিল্পী টিপু আলম।
২০১১
আকাশ আয়না
২০১১ সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ-আকাশ আয়না বের হয় বিশ্বসাহিত্য ভবন থেকে। এই বইয়ের প্রচ্ছদ করেছিলেন মাসুদ কবির।
২০১২
লাবণ্য ভেজা মেঘ
২০১২ সালে একুশের বইমেলায় লেখকের গল্পগ্রন্থ ‘লাবণ্য ভেজা মেঘ’ বের হয় সাঁকোবাড়ি প্রকাশনা থেকে। এই বইয়ের প্রচ্ছদশিল্পী ছিলেন সঞ্জয় দে রিপন।
২০১৩
ফেরারী বসন্ত
২০১৩ সালে ফেরারী বসন্ত উপন্যাস বের হয় রয়াল প্রকাশনী থেকে। এই বইয়ের প্রচ্ছদ করেছিলেন সৈয়দ ইকবাল।
২০১৪
অচেনা বিভাস
২০১৪ সালে অচেনা বিভাস উপন্যাস বের হয় রয়াল প্রকাশনী থেকে। এই বইয়েরও প্রচ্ছদ করেছিলেন সৈয়দ ইকবাল।
২০১৫
এক মলাটে দর্পণ কবীরের আট উপন্যাস
২০১৫ সালে লেখকের আটটি উপন্যাস নিয়ে একটি বই বের হয় বিশ্বসাহিত্য ভবন থেকে। এই বইয়ের নাম ছিল এক মলাটে দর্পণ কবীরের আট উপন্যাস। এর প্রচ্ছদ করেছিলেন সাদিক আহমেদ।
২০১৬
বসন্ত নয় অবহেলা
২০১৬ সালে বসন্ত নয় অবহেলা-নামক লেখকের তৃতীয় কাব্যগ্রন্থ বের হয় বিশ্বসাহিত্য বিতান প্রকাশনী থেকে। গ্রন্থটির প্রচ্ছদ করেন ধ্রুব এষ।
২০১৬
বোকারাম হদ্দ
২০১৬ সালে চতুর্থ ছড়াগ্রন্থ-বোকারাম হদ্দ বের হয় এই প্রকাশনী থেকেই। এই গ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ এঁেকছেন মামুন হোসাইন।
২০১৬
বসন্ত নয় অবহেলা
২০১৬ সালের তৃতীয় কাব্যগ্রন্থ-বসন্ত নয় অবহেলা বের হয়। এই বইটির প্রকাশ করেছিল বিশ্বসাহিত্য ভবন। বইটির প্রচ্ছদ করেছিলেন ধ্রব এষ।
২০১৭
আমি ভূত বলছি
২০১৭ সালে ভূত বিষয়ক ছোট গল্পের বই-আমি ভূত বলছি বের হয়। এই বইটি প্রকাশনী ছিল বিশ্বসাহিত্য ভবন। বইটির প্রচ্ছদ করেছিলেন মামুন হোসাইন।
২০১৮
লাবণ্য ভেজা চোখ
২০১৮ সালে ছোট গল্পের বই-লাবণ্য ভেজা চোখ পুনরায় বের হয় অন্বয় প্রকাশনা থেকে। বইটির প্রচ্ছদ করেছিলেন ধ্রব এষ।
২০১৯
স্বপ্ন বিলাস
২০১৯ সালে উপন্যাস-স্বপ্ন বিলাস পুনরায় বের হয় অন্বয় প্রকাশনা থেকে। বইটির প্রচ্ছ করেছিলেন মামুন হোসাইন।
২০২০
গল্পটার নাম নেই
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা ও কলকাতা থেকে চতুর্থ কাব্যগ্রন্থ-গল্পটার নাম নেই বের হয়। বাংলাদেশে বইটির প্রকাশ করে অন্বয় প্রকাশনা এবং ভারতে এটি প্রকাশ করে —। বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।