ঢাকার একুশে বইমেলায় নিউইয়রক প্রবাসী লেখক ও সাংবাদিক দর্পণ কবীরের নবম উপন্যাস-ধূসর প্রচ্ছদ বেরিয়েছে। রোমান্টিক গল্পের আখ্যান-এই উপন্যাসটি বের করেছে সৃজনশীল প্রকাশনী অনন্যা। উপন্যাসের প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। মূল্য ২০০ টাকা। বইমেলায় অনন্যা স্টল (২২ নম্বর) ছাড়াও রকমারিডটকমে ক্রেতারা কিনতে পারবেন। লেখক দর্পণ কবীরের উপন্যাস, কবিতা, গল্প ও ছড়ার এ অব্দি ১৮টি বই প্রকাশিত হয়েছে।
দর্পণ কবীর ১৯৯১ সালের শুরুর দিকে সাংবাদিকতায় সম্পৃক্ত হন। শিশু বয়স থেকে ছড়া-কবিতা লেখার চর্চা শুরু। একসময় সাংবাদিকতার পাশাপাশি তার লেখক পরিচয়টাও মূখ্য হয়ে উঠে। লেখালেখির বিভিন্ন শাখায় ক্রমেই ছড়িয়ে পড়ে তার শৈল্পিক বিচরণ। সব্যসাচি হাতে ছড়া-কবিতা, গল্প ও উপন্যাস হয়ে ওঠে তার কাছে নৈমত্তিক। এক সময় গান লিখে গীতিকারের পালক জড়িয়েছেন নিজের নামের পাশে। তার প্রথম ছড়ার বই— ধাপস বের হয় ১৯৯১ সালে একুশের বইমেলায়। প্রথম কিশোর গল্পগ্রন্থ— ভোরের পাখি বের হয় ১৯৯৫ সালে, প্রথম কাব্যগ্রন্থ— কষ্টের ধারাপত প্রকাশিত হয় ২০০০ সালে। আর প্রথম উপন্যাস— স্বপ্ন বিলাস ২০০৫ সালে একুশের বইমেলায় আলোচনায় রঙ ছড়িয়েছে।
২০১২ সালে দর্পণ কবীরের— আকাশ আয়না কাব্যগ্রন্থ থেকে একগুচ্ছ কবিতা আবৃত্তির সিডি বের হয়। কবিতাগুলো আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও প্রজ্ঞা লাবনী। ২০১৭ সালে বসন্ত নয় অবহেলা কাব্যগ্রন্থ থেকে ২০টি কবিতার আবৃত্তির সিডি বের হয় ভারত থেকে। এই কবিতাগুলো আবৃত্তি করেছেন প্রখ্যাত অভিনেতা ও বাচিকশিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ও মধুমিতা বসু।
দর্পণ কবীরের লেখা গান নিয়ে ‘নক্ষত্রের ফুল’ নামে একটি গানের সিডি বের হয় ২০১৬ সালে। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী ও ভারতের শুভমিতা ব্যানার্জী। পরবর্তীতে দর্পণ কবীরের লেখা গানে কণ্ঠ দিয়েছেন পশ্চিম বাংলার কণ্ঠশিল্পীরা। তাদের মধ্যে উল্লেখ্যরা হলেন নচিকেতা চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, শুভমিতা ব্যানার্জী, রাঘব চ্যাটার্জী, রূপঙ্কর বাগচী, লোপামুদ্র মিত্র, মেখলা প্রমুখ।