পেশাগত জীবনের প্রথম আইডি কার্ডের ছবি

____ _____

১৯৯১ সালের ৪ এপ্রিল নিজ উদ্যোগে ঢাকার ঝিকাতলায় “আজকের কাগজ’ পত্রিকার অফিসে যাই। সে সময়ের আলোচিত দৈনিক। পত্রিকার বার্তা সম্পাদক (প্রয়াত) আহমেদ ফারুক হাসানের সঙ্গে যেচে দেখা করে-নারায়ণগঞ্জ জেলার সংবাদদাতা হিসাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করি। তিনি রাগী স্বভাবে দু’একটি কথা বলে আমাকে বিদায় দেন। যখন কাজ করতে নামি প্রতিযোগিতায় আমি ৫ নম্বর এবং নতুন। সাংবাদিকতা শিখব-এই প্রতিযোগিতায়, সেটাই ভেবেছিলাম। শেষ অব্দি মেধার প্রতিযোগিতায় ৫ জনের মধ্যে প্রথম হয়ে যাই। পেশাগত জীবনের প্রথম আইডি কার্ডের ছবি। ১৯৯২ সালে ভোরের কাগজ পত্রিকায় ঢাকায় কাজ শুরু করি। ১৯৯৩ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করি ২০০২ সাল অব্দি। এরপর নিউইয়র্কে বসবাস।

Facebook
Twitter
LinkedIn
Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *