নষ্ট জীবন-এই নামে লেখা আমার উপন্যাসটির খুব প্রশংসা করেছিলেন প্রয়াত নাট্যজন ও অধ্যাপক মমতাজউদদীন আহমদ। তিনি এই উপন্যাসের চিত্রনাট্য করেছিলেন। টেলিফিল্ম তৈরি হয়েছিল, তা প্রচারিত হয়েছিল এটিএন বাংলা টিভি চ্যানেলে। অভিনয় করেছিলেন তৌকির আহমেদ, নাদিয়া আরো অনেকে। ছবিটা টেলিফিল্মের।
- 1+718-414-3662
- darpanus@gmail.com