২০১৭ সালের ৩ আগষ্ট কলকাতা প্রেসক্লাবে মিলনায়তনে ‘বসন্ত নয় অবহেলা’ আবৃত্তি সিডি ও ভিডিও’র প্রকাশনার আনুষ্ঠানিক ঘোষণায় সংবাদ সম্মেলনের ছবি। নাতি মোটরসাইকেল দূর্ঘটনার গুরুতর আহত হওয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায় এই সংবাদ সম্মেলনে আসতে পারেননি। অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী মধুমিতা বসু, নাট্য পরিচালক ও উপন্যাসিক সাঈদ তারেক, সঙ্গীত পরিচালক কুন্দন সাহা ও আমি (সর্ব ডানে) রয়েছি। সাংবাদিকদের ঘুরে-ফিরে একটাই প্রশ্ন ছিল-আমার কবিতা সৌমিত্র চট্টোপধ্যায় কেন আবৃত্তি করেছেন? আমার কবিতা সম্পর্কে তাদের ধারনা ছিল না।