দর্পণ কবীরের গান

দর্পণ কবীরের গান লেখার শুরু ১৯৮৯ সালে। গানে কথা ছিল-চলো অনেক দূরে, কোন গাঁয়, নিরালায়, শুধু দুজনায়, কোথাও আজ হারিয়ে যাই। গানটির সুর করেন এস. এ. শামীম। ২০১৬ সালে গানটিতে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর। এই গানের সঙ্গীত পরিচালক ছিলেন শেখ সাদী খান।

নারায়ণগঞ্জ শহরে মার্কস শিল্পী গোষ্ঠীর গীতিকার হিসাবে প্রথম পরিচিতি তার। অডিওতে প্রথম গান প্রকাশিত হয় আমাজাদ হাসানের সী বার্ডস এ্যালবামে। সুর করেছিলেন টিটু। এরপর দীর্ঘদিন তিনি গান লিখেননি। ১৯৯৭ সালে বাংলাদেশ টেলিভিশনে ২৪টি গান জমা দেয়ার উদ্যোগ নিয়েছিলেন, জমা দেননি পান্ডুলিপি শাখার কর্মকর্তার আচরণে অসন্তুষ্ট হয়ে। 

দর্পণ কবীর পুনরায় গান লেখা শুরু করেন ২০১৬ সালে। ঐ বছর তার লেখা ১০টি গানের সুর করেন এস. এম. শামীম এবং সঙ্গীত পরিচালনা করেন শেখ সাদী খান। গানগুলোতে কণ্ঠ দেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী ও এন্ড্রু কিশোর এবং পশ্চিম বাংলার কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জী। গানগুলো প্রকাশিত হয় ঢাকার প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে। এরপর পশ্চিম বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী বিভিন্ন সময়ে নচিকেতা চক্রবর্তী ১৩টি গানে কণ্ঠ দেন। তাঁর গাওয়া কয়েকটি গানের প্রথম লাইন হচ্ছে ‘যদি পারতাম তবে মুঠোয় মেঘ ধরে রাখতাম/ যদি পারতাম মোনালিসার ছবি রঙে আঁকতাম’ , ‘নয়নের জলে লিখি যে কথা, বাগানে হয়ে যায় ফুল’, ‘পিছু তাকালে ফিরে আসে ভুল’, ‘এই শহর, নাগরিক কোলাহল, গড়াচ্ছে কোথায়-কোথাকার জল’, ‘দুঃখগুলো ছুঁয়ে যা’, ‘তাজমহলের জৌলুসে যে মুগ্ধ সবার প্রাণ’, ‘চোখের কোণে স্বপ্ন বোনে, কষ্ট পুড়ে খাঁক, ফেলে আসা দিন, হয়েছে বিলীন, পরিণতি দেশভাগ’ ইত্যাদি।   

ভজন সম্রাট বলে খ্যাত অনুপ জালোটা তার লেখা একটি গানে কণ্ঠ দেন। ২০২২ সালের ২৮ ডিসেম্বর তাঁর কণ্ঠে গান রেকর্ডিং করা হয় ভারতের মুম্বাইয়ের শ্রীরাম স্টুডিওতে। গানটির প্রথম কয়েক লাইন হচ্ছে-আমিও শুনেছি জলের কান্না, আমিও চেয়েছি হীরে-জহরত-পান্না। ছেড়েছি আমি তোমার শহর, হয়েছি বিরহের মান্না’।

এ ছাড়া দর্পণ কবীরের লেখা আরো গানে কণ্ঠ দেন শ্রীকান্ত আচার্য, শুভমিতা ব্যানার্জী, রাঘব চ্যাটার্জী, বাবুল সুপ্রিয়, রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, শোভন গাঙ্গুলি, অন্বেষা দত্ত গুপ্ত, অদিতি চক্রবর্তী, জোজো, দেবজিৎ দত্ত, লাভাঙ্গী চক্রবর্তী,  ময়ুরী সাহা, শ্রয়ী পাল

সৌমিত্র চট্টোপাধ্যয়

রোশনী সাহা প্রমুখ। শ্রীকান্ত যে গানে কণ্ঠ দিয়েছেন, গানটি প্রথম কয়েক লাইন হচ্ছে-আমার চোখের অশ্রুজলে, দীর্ঘশ্বাসের দামে/তোমার প্রেমের অর্ঘ্য দেব, ভালবাসার খামে’।

রাঘব চ্যাটার্জীর কণ্ঠে গাওয়া গানগুলোর মধ্যে একাধিক গানের প্রথম লাইন হচ্ছে ‘আমার কাছে রাখলে তুমি সে এক অবুঝ বায়না/মেঘ চাওনা, রোদের কিরণ, চাইলে আকাশ আয়না’, ‘মধ্যরাতের নদী ওগো নীরবে যাও বইয়া’ ‘রাজাধিরাজ নামে পথের ধূলায়’। শুভমিতা গেয়েছেন ‘তুমি যাকে বলো দীর্ঘশ্বাস/ আমি বলি প্রজাপতি’, ‘কাল শেষ রাতে বৃষ্টি গিয়েছিল থেমে/কাকভেজা আকাশ ঘরে এসেছিল নেমে’ ও ‘আমি একটু একটু করে (দ্বৈত)’।

কলকাতায় ১০ নম্বর ঝোপর পট্টি ছবিতে একটি গান লিখেন তিনি। ছবিটি ২০২২ সালে মুক্তি পায়। এই গানের সঙ্গীত পরিচালক ছিলেন কুন্দন সাহা।

পহেলা বৈশাখ নিয়ে তার লেখা একটি গানে কণ্ঠ দেন নাজমুন মুনিরা ন্যান্সী এবং এই গানটির সঙ্গীত পরিচালক ছিলেন জে. কে. মজলিশ। নিউইয়র্ক প্রবাসী কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী তার লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন। নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিবিদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপিও তার লেখা দুটি গানে কণ্ঠ দিয়েছেন। দর্পণ কবীরের লেখা অর্ধ শতাধিক গান এ অব্দি রেকর্ডিং হয়েছে এবং তা আনলাইনে (ইউটিউবে) প্রচার হয়েছে।   

দর্পণ কবীরের লেখা গানের কথার প্রশংসা করেছেন সুবীর নন্দী, প্রখ্যাত কণ্ঠশিল্পী অনুপ জালোটা, নচিকেতা চক্রবর্তী, রাঘব চ্যাটার্জী, ইমন চক্রবর্তী, অন্বেষা গুপ্ত দত্ত এবং নাজমুন মুনিরা ন্যান্সী। তার লেখা অধিকাংশ গান শুনতে পাবেন ইউটিউব চ্যানেল-কাব্যগান-এ (Kabbogaan)।

এ ছাড়া দর্পণ কবীরের লেখা কবিতা আবৃত্তি করেছেন বাংলাদেশের (একুশে পদকপ্রাপ্ত) ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, প্রজ্ঞা লাবনী এবং মেহেদী হাসান ও ফারহানা তৃনা এবং পশ্চিম বাংলা’র বরেণ্য অভিনেতা ও আবৃত্তি শিল্পী প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, মধুমিতা বসু, ড. অরুময় বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আবৃত্তি  হওয়া ‘বসন্ত নয় অবহেলা’ কবিতাটি বাংলা ভাষাভাষীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

শিল্প : এন্ড্রু কিশোর | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান

তুমি জানতে চেয়েছিলে
দু’চোখের লোনা জলে
স্মৃতিরা-কি কথা কয়।

শিল্পী : সুবীর নন্দী | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান

তোমার চোখে বৃষ্টি দেখে
আকুল হল প্রাণ
ভুলে গেলাম আমার যত

শিল্প : এন্ড্রু কিশোর | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান

তুমি জানতে চেয়েছিলে
দু’চোখের লোনা জলে
স্মৃতিরা-কি কথা কয়।

শিল্পী : সাবিনা ইয়াসমিন | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান

তোমার এখনও রয়েছে সংশয়
ভেবেছো আমি করে গেছি অভিনয়
মিনতি করে বলছি-জেনে রাখো