কন্সাল জেনারেল মো. শামীম আহসানের সঙ্গে

ঘটনা ২০১৮ সালের মে মাসের। তখন নিউইয়র্ক থেকে বিদায় নিচ্ছেন কন্সাল জেনারেল মো. শামীম আহসান। তিনি পদোন্নতি পেয়েছিলেন। রাষ্ট্রদূত হিসাবে যোগ দিয়েছেন নাইজেরিয়ায়। অনেক কূটনীতিক আসেন-যান, সকলকে মনে রাখার মত কারণ ঘটে না। অতীতে একাধিক কূটনীতিক নিউইয়র্ক কন্স্যুলেটে এসে দুর্নীতি করেছেন ও গৃহভৃত্য দ্বারা মামলার খড়গ মাথায় নিয়ে চলে গেছেন। কন্সাল জেনারেল শামসুল হক দুর্নীতির রেকর্ড সৃষ্টি করে গেছেন। কন্সাল জেনারেল মনিরুল ইসলাম মামলা মোকাবেলা না করেই চলে গেছেন। যাই হোক-শামীম আহসান কমিউনিটিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছিলেন। সকলের সঙ্গে তাঁর সদ্ভাব ছিল। তাই তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনেকের মত আমিও উপস্থিত হয়েছিলাম। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছবি। সেই সময় আামার লেখা বই-লাবণ্য ভেজা মেঘ-তাঁকে উপহার দিয়েছি।