আকাশ আয়না-নামে একটি আবৃত্তি সিডি এটিএন মিউজিক থেকে বের হয়েছিল ২০১২ সালে। আমার লেখা কবিতা আবৃত্তি করেছিলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় (একুশে পদকপ্রাপ্ত) এবং প্রজ্ঞা লাবনী। একইবছর এই নামে কাব্যগ্রন্থও বের হয়েছিল। নিউইয়র্কে এটিএন বাংলা টিভি চ্যানেলের স্টুডিওতে সিডি’র মোড়ক উন্মোচনের ছবি। ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত নাট্যজন ও অধ্যাপক মমতাজউদদীন আহমদ ও এটিএন বাংলা ও এটিএন নিউজ টিভি চ্যানেলের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
- 1+718-414-3662
- darpanus@gmail.com